• ঢাকা
  • বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫০ পিএম
আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। আইসিসি যদি শর্ত দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপে নিতে চায়, তাহলে বাংলাদেশ তা মানবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। 

তিনি বলেছেন, ‘অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। 

আসিফ নজরুল আরও বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’

আসিফ নজরুল আইসিসির ভেন্যু বদলের উদাহরণ দিয়ে বলেন, ‘পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পালটেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পালটানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’

এর আগে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড।

এদিকে বিবিসি জানিয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি। আইসিসি এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলবে না জানিয়ে নিজেদের সব ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেওয়ার জন্য এর আগে আইসিসিকে দুবার চিঠি দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও তাতে কোনো ফল হয়নি। 

আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যম সোমবার জানায়, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। কিন্তু বিসিবির ভাষ্য, আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন