আত্রাইয়ে এনথ্রাক্স (তড়কা) রোগ প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রোগ প্রতিরোধে মাংস প্রক্রিয়াজাতকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবু আনাছ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার (ভূমি)মো.নুরে আলম সিদ্দিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা মো.সোহেল রানা,সমবায় কর্মকর্তা মো.নিজাম উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো.পি এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,
খাদ্য বিষয়জ কর্মকর্তা সামসুন নাহার,ইউপি চেয়ারম্যান, শেখ মো.মুঞ্জুরুল আলম,সম্রাট হোসেন,মো. আফজাল হোসেন সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভায় মাংস প্রক্রিয়াজাতকারী, মাংস ব্যবসায়ীদের তড়কা রোগের কারণ, সংক্রমণ প্রক্রিয়া, প্রতিরোধ ও করণীয় বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয়। বক্তারা বলেন, এনথ্রাক্স একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি যা পশু থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। তাই পশু জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা, জবাইয়ের সময় ও মাংস প্রক্রিয়াজাতের কাজে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা অত্যন্ত জরুরি।


দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: