• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আত্রাইয়ে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১২ পিএম
আত্রাইয়ে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গণভোট ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ কালিকাপুর ইউনিয়ন  পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো.আলাউল ইসলাম ।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসন,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন সহ  প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও শেখ মো.আলাউল ইসলাম গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি, নিয়ম-কানুন ও করণীয় বিষয়সমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।

তিনি বলেন, দেশে এই পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই গণভোট ও পোস্টাল ব্যালটের নিয়মাবলি ও পুরো আয়োজন সম্পর্কে সংশ্লিষ্ট সকলের আগেই পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন