আমরা নিরাপত্তা সংকটে আছি : নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, নির্বাচনে আমরা যারা জাতীয় পর্যায়ে নেতৃত্বে আছি তারা নিরাপত্তা সংকটে আছি, নিরাপত্তার একটা থ্রেট আছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্বাচনী প্রতীক বরাদ্দ ও আলোচনাসভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, এই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রত্যাশিত একটি নির্বাচন। বিগত নির্বাচনগুলোতে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি।
ভোট ছাড়াই অনেকেই ভোটকেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছেন। এর ফলে দেশ একটি গভীর সংকটে পতিত হয়েছিল। আজকের পরিবর্তিত বাংলাদেশে দাঁড়িয়ে দল-মত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।
গণভোট প্রসঙ্গে নুর বলেন, এই জাতীয় নির্বাচনে প্রার্থীরা শুধু সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচন করছেন না।
বরং নাগরিকদের মর্যাদা, অধিকার ও আইনের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এ নির্বাচন। কেউ যেন জোর করে ক্ষমতা দখল করতে না পারে, রাষ্ট্রে যেন স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যম থাকে—এসব সংস্কারের লক্ষ্যেই আসন্ন জুলাই গণভোট। তাই এটি একটি ঐতিহাসিক নির্বাচন।
এ সময় নুরের সঙ্গে তার নির্বাচনী এলাকার স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ‘ট্রাক’ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন নুরুল হক নুর। বুধবার সকালে পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দের সভায় তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- নিরাপত্তা
- নুরুল হক নুর
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: