• ঢাকা
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫২ এএম
আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে এবং জড়িত  সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শতকোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মূর্তিসহ একজনকে আটক করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, বুধবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকালে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই এলাকার বাসিন্দা আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক বাজার মূল্য শতকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

মূর্তির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাদ্দাম মোল্লাকে আটক করা হয়। সাদ্দাম মোল্যার নামে অন্যান্য একাধিক এজাহারভুক্ত মামলা রয়েছে। আটককৃত সাদ্দামকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন