• ঢাকা
  • বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আলফাডাঙ্গায় স্বামী পরিত্যাক্তা এক যুবতীর আত্মহত্যা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২২ পিএম
আলফাডাঙ্গায় স্বামী পরিত্যাক্তা এক যুবতীর আত্মহত্যা

আলফাডাঙ্গায় স্বামী পরিত্যাক্তা এক যুবতী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

ফরিদপুরের আলফাডাঙ্গায় রোকসানা (৩০) নামের এক যু্বতী একটি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অসুস্থতা এবং বৈবাহিক জীবনের নানা জটিলতার কারণে সৃষ্ট বিষণ্ণতাই এই আত্মহত্যার কারণ বলে ধারণা করা হচ্ছে।

​সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাতে উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রোকসানা ওই গ্রামের মৃত নওশের মোল্যার মেয়ে।

​​পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে রোকসানা একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, 'তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।' মূলত দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোকসানার আগে কয়েকটি বিয়ে হয়েছিল। তবে কোনো বিয়েই তার স্থায়ী হয়নি। বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন। তার ১২ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। জীবন ও সম্পর্কের এই টানাপোড়েনে তিনি চরম মানসিক বিপর্যস্ততায় ভুগছিলেন। ​সোমবার রাতে বাড়ির পিছনে আমগাছের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার এসআই লিয়াকত হোসেন ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

​আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, 'সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি নিজের অসুস্থতা ও মানসিক কষ্টের কথা লিখে গেছেন। যেহেতু তিনি নিজে কাউকে দায়ী করেননি এবং পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই, সেহেতু পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।'

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন