আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিতদের পরিচিতি সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলার বাকাইল রোডের জিকো’র ফার্ম এলাকায় অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। তিনি ভার্চুয়াল বক্তব্যে বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। তাদের ঐক্য, সাহস ও ত্যাগই আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করবে।'
সভায় প্রধান বক্তা আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস তাঁর বক্তব্যে বলেন, 'উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।' আরও বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরু জামাল খসরু এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান।
আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন'র সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল মোল্যা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুন উর রহমান, সৈয়দ মইনুল হক কচি, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির সদস্য ইশা খান এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়ামুল হাসান পারভেজ।
বক্তারা ফরিদপুর-১ আসনে আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- আলফাডাঙ্গা
- সভা অনুষ্ঠিত
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: