• ঢাকা
  • শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪৬ ফিলিস্তিনি, গাজার পরিস্থিতি অত্যন্ত খারাপ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:২৫ পিএম
ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪৬ ফিলিস্তিনি, গাজার পরিস্থিতি অত্যন্ত খারাপ

গাজায় ইসরায়েলি আগ্রাসন দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন, যার মধ্যে রয়েছেন একজন ফিলিস্তিনি সাংবাদিকও। শুধু তাই নয়, হামলার নতুন ভিডিও ফুটেজে দেখা গেছে— স্পষ্টভাবে চিহ্নিত অ্যাম্বুলেন্স ও প্রতিফলক ভেস্ট পরা চিকিৎসাকর্মীদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা, যা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে।

অবরুদ্ধ এই ভূখণ্ডে দখলদার ইসরায়েল এক মাস ধরে চালিয়ে যাচ্ছে অবর্ণনীয় সহিংসতা এবং অবরোধ। খাদ্য, পানি, ওষুধসহ সব ধরনের জরুরি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় ফিলিস্তিনিরা জীবন-মৃত্যুর এক ভয়াবহ সীমানায় দাঁড়িয়ে। সংকট এতটাই গভীর যে মানুষের নিঃশ্বাস নেওয়াটাও যেন দমবন্ধকর হয়ে উঠেছে।

শনিবার (৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত এক মাসে গাজায় একটি পণ্যবাহী ট্রাকও প্রবেশ করেনি। সাংবাদিক হিন্দ খোদারি সরাসরি দেইর এল-বালাহ থেকে জানান, খাদ্য, জ্বালানি, রান্নার গ্যাস, এমনকি ওষুধও আসছে না গাজায়। ফলে হাজারো পরিবার খাবারের সন্ধানে রাস্তায় নামছে, এক গ্যালন বিশুদ্ধ পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইন দিচ্ছে, আর আশ্রয়কেন্দ্রগুলোতেও উপকরণ না থাকায় সংকট আরও বেড়ে গেছে।

মানবিক সংকটের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাও কার্যত ভেঙে পড়েছে। হাসপাতালগুলো উপচে পড়ছে আহতদের ভিড়ে। চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত সরঞ্জাম নেই বলে অনেক রোগীকেই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। রেস্তোরাঁ বা গরম খাবারের কেন্দ্রগুলোতেও খাদ্য ফুরিয়ে আসছে, আর কয়েকদিনের মধ্যে সেবাদান সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় গাজার লাখো মানুষের বেঁচে থাকা এখন কঠিনতম লড়াইয়ের নাম।

গত ১২ ঘণ্টায় ইসরায়েল খান ইউনিস অঞ্চলে চালিয়েছে সর্বাধিক বোমা হামলা। সেখানে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। ইসরায়েলি সেনারা আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবু লক্ষ্য করে এই হামলা চালায়। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং সেখান থেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

গাজায় এই মানবিক বিপর্যয় থামানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি। খাদ্য, পানি ও ওষুধের সরবরাহ না ফিরলে এবং অব্যাহত হামলা বন্ধ না হলে, লাখো নিরীহ মানুষ নিঃশব্দে প্রাণ হারাবে। শান্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বনেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন