• ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

একত্রিশ দফা জাতির মক্তির পথ ,যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে রেজু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০০ পিএম
একত্রিশ দফা জাতির মক্তির পথ ,যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে রেজু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা জাতির মুক্তির পথ ৩১ দফা   বাস্তবায়িত হলে  জাতির কল্যাণ ও মুক্তি মিলবে এমনটি মন্তব্য করেছেন বিএনপি নেতা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। 

 নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার  (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে যুব দলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এবং  যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটনের  সঞ্চালনায় বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং  বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত  আহ্বায়ক ও নওগাঁ -৬ সংসদীয় আসন ৫১ এর বিগত উপনির্বাচনে ধানের শীষ প্রতীক প্রাপ্ত বিএনপি নেতা  আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু। এসময় তিনি দীর্ঘ ১৭ বছরের নানা নির্যাতনের কথা উল্লেখ করে  বলেন দেশে শান্তি সমৃদ্ধি শৃঙ্খলা বজায় রাখতে সবাই কে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী  ৩১ দফা বাস্তবায়নের জন্য সকল বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের পাশে দাঁড়াত হবে।  দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত

৩১ দফা বাস্তবায়িত হলে জাতির কল্যান এবং মুক্তি মিলবে এমনটি মন্তব্য করেছেন এই জনপ্রিয় বিএনপি নেতা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী যুব দলের  যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন। 

এসময় অন্যান্যদের মধ্যে রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুলইসলাম  সাগর,সহসাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী,জিয়া সাইবার ফোর্স নেতা রুবেল হোসেন পাপ্পু,যুব নতা সেন্টু,নসিব, সহ ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল  ও প্রতিটি  ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ  সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন