ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার অত্যাধুনিক সংযোগ সড়ক নির্মাণে জমি হস্তান্তর
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার অত্যাধুনিক সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগকে জমি হস্তান্তর করলেন জেলা প্রশাসক। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পাহাড়পুর গোয়াল ভিটা মোড়ে মাটিতে দাগ কেটে জায়গা বুঝিয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসকের পক্ষ থেকে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলম মামুন নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক এর নিকট জমির অধিগ্রহণের কাগজপ্রত্র তুলে দেন।
সূত্রমতে,নির্মান হবে বিহার হইতে ৫৫০ মিটার দৈর্ঘ ও ৩৫ ফুট প্রস্ত আধুনিক এই সড়কের পাশে থাকবে লেক, গোয়াল ভিটা মোড়ে হবে গোলচত্ত্বর, পাহাড়পুরের আদলে সড়কের দুপাশে নির্মান হবে দৃষ্টি নন্দন ফুটপাত, দুপাশে সোলার লাইটিং ব্যবস্থা, মক্ত মঞ্চ, পাবলিক টয়লেট, গাড়ি পার্কিং, পাবলিক বিশ্রামাগার নির্মান হবে।
সড়ক নির্মানের ফলে শুধু এই এলাকা জেলা বা দেশ নয় সারা বিশ্ব থেকে আসা দর্শনার্থী পর্যটকরা এর সুফল পাবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপসহকারী বিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী, কাষ্টোডিয়ান ফজলুল করিম আর্জু।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পাহাড়পুর বৌদ্ধবিহার
- সড়ক নির্মাণ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: