• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কলহে বাড়ছে খুনোখুনি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০৩ পিএম
কলহে বাড়ছে খুনোখুনি

সামাজিক ও পারিবারিক দ্বন্দ্ব-কলহের কারণে অবলীলায় খুন হচ্ছে মানুষ। বাবা-মায়ের হাতে সন্তান, সন্তানের হাতে বাবা-মা, কলহ বা পরকীয়ার কারণে স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, সম্পত্তির জেরে এক ভাই আরেক ভাইকে আঘাত করছে। অধিকাংশ খুনোখুনির ঘটনাই তুচ্ছ কারণে ঘটছে। আইনজীবীরা বলছেন, পারিবারিক কলহে দেশে খুনের ঘটনা বাড়ছে। সম্পর্কের জায়গাটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া থেকে খুন পর্যন্ত করে ফেলছে। এসব ঘটনায় মামলা এবং অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। গেল এক সপ্তাহে ৯ জেলায় হত্যাকান্ড সংঘটিত হয়েছে। 

রাজশাহী : নিখোঁজ হওয়ার তিন দিন পর মাসুদা পারভীন ওরফে ইভা (১৮) নামের গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরের মৌলভী বুধপাড়া এলাকার একটি আমবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে মাসুদার স্বামী মো. দুর্জয় পলাতক। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন। নিহত মাসুদা পারভীন রাজশাহী নগরের মেহেরচণ্ডী পূর্ব পাড়া এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তার স্বামী দুর্জয়ের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার কানপাড়া এলাকায়। স্ত্রীকে নিয়ে তিনি রাজশাহী নগরের দায়রাপাক এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, নিহত গৃহবধূর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়েছে, ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তার স্বামী দুর্জয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

চট্টগ্রাম : ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার এলাকায় এক নারী ও তার দেড় বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আত্মহত্যার আগে তার শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন (২৬)। তিনি এনজিও কর্মী আনোয়ার হোসেনের স্ত্রী। নিহত শিশুর নাম আতকিয়া আয়েশা, বয়স মাত্র ১৬ মাস। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে স্বামী হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। নিহত আব্দুল করীম (২৫) উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে। সোমবার তার পেটে জালাপোড়া শুরু হলে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এরপর স্থানীয় নূরজাহান হাসপাতাল, পরে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা নবী মণ্ডল বলেন, রাতে আমার ছেলেকে কৃমির ওষুধ খাওয়ানোর কথা বলে গ্যাস ট্যাবলেট খাওয়ানো হয়েছে। 
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, এখনো কোনো মামলা হয়নি। গৃহবধূকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

বগুড়া : শেরপুর উপজেলায় খালেদা খাতুন (৪০) নামের এক গৃহবধূকে ঘরবন্দি রেখে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়নি। পারিবারিক কলহে হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গেল সোমবার সকালে শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া কালিতলা এলাকার বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত স্বামী মিলন হোসেনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয়রা জানান, মারধর করে ঘরে আটকে রাখার তিনদিন পর গৃহবধূ খালেদার মৃত্যু হয়েছে। স্ত্রী হত্যায় অভিযুক্ত মিলন একজন চা বিক্রেতা। পারিবারিক কলহের জেরে তিনি প্রায়ই স্ত্রীকে ঘরবন্দি রেখে মারধর করতেন। গত শনিবার রাতেও স্ত্রীকে পিটিয়েছে মিলন। চিকিৎসা না দিয়ে ঘরবন্দি রাখে। রোববার রাতে গৃহবধূ খালেদার শারীরিক অবস্থার অবনতি হয়। ভোরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গৃহবধূর মরদেহ বাড়িতে এতে স্বাভাবিক মৃত্যু বলে দাফন প্রস্তুতি নেয় অভিযুক্ত মিলন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠায় সন্দেহভাজন হিসেবে স্বামী মিলনকে তাৎক্ষণিক আটক করে। গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় স্বামী মিলনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। মারধর বা ঘরে আটকে রাখায় গৃহবধূর মৃত্যু হয়েছে কিনা, নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার নেপথ্যের রহস্য উন্মোচনে তদন্ত চলছে। লাশ মর্গে আছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

লক্ষ্মীপুর : কমলনগরে স্বপ্না আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোরবান আলী বেপারির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বপ্নার ভাইয়ের দাবি, ভগ্নিপতিসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁর বোনকে হত্যা করে বাড়ির টয়লেটে ঝুলিয়ে রেখেছেন। ঘটনার পর স্বপ্নার স্বামী মাইন উদ্দিনসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছেন। নিহত স্বপ্না নোয়াখালী সুধারাম থানার মাইজচরা এলাকার মুনছুর আহমদের মেয়ে। জানা গেছে, প্রায় ১০ বছর আগে স্বপ্নার সঙ্গে মাইন উদ্দিনের বিয়ে হয়। এই দম্পতির দুই ছেলে রয়েছে। ‎স্বপ্নার ভাই মো. ইউছুফ বলেন, তিন বছর আগে আমার ভগ্নিপতি মাইন উদ্দিন চাকরি করতে ওমানে যান। দুই মাস আগে ওখানে একটি দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। পরে তিনি দেশে চলে আসেন। দেশে আসার পর থেকে বোনের সঙ্গে ভগ্নিপতি মাইন উদ্দিনের বনিবনা হচ্ছিল না। ভগ্নিপতি মাইন উদ্দিন ও তাঁর মা-বোনদের সঙ্গে সব সময় বোনের ঝগড়া লেগে থাকত। রোববার রাতে বোনের শাশুড়ি ও ননদ আমাকে মোবাইল ফোনে বোনের সঙ্গে ঝগড়ার কথা বলেন। একপর্যায়ে তাঁরা আমার বোনকে মেরে ফেলার হুমকিও দেন। সোমবার সকালে বোনের শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলেন- স্বপ্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ‎হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গির আলম বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

গাইবান্ধা : গোবিন্দগঞ্জে স্ত্রী আজেদা বেগমকে (২৮) ছুরিকাঘাতে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী শামীম মিয়াকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার চারমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শামীম মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া (মাস্তা) গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। নিহত আজেদা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার কন্যা।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, আজেদা বেগমকে হত্যার ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পরই অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ অক্টোবর (মঙ্গলবার) গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপি পাড়ার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামী শামীম তার স্ত্রী আজেদাকে ধারাল ছুরি দিয়ে পেটে আঘাত করেন। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, শামীম বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন এবং মোবাইল ফোনে জুয়া খেলতেন।  এসব নিয়ে স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকত।

বাগেরহাট : মোল্লাহাটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গৃহবধূ পিয়াসী (২২)। কীটনাশক পান করে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছে স্বামীর পরিবার। এই নারী উপজেলার কামারগ্রামের সজীব শেখের স্ত্রী। গত রোববার গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। স্বামীর পরিবারের দাবি, শুক্রবার (২৪ অক্টোবর) নিজ ঘরের দরজা বন্ধ করে স্বামীকে ভিডিও কলে রেখে আগাছা নাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ। স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করে। স্বামী সজীব শেখ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত ছিলেন। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক বলেন, বিষয়টি শুনেছি, তবে এখন পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টাঙ্গাইল : মির্জাপুরে বারই খাল থেকে গোলাপী বেগম (৩২) নামের তিন সন্তানের জননীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ তিনদিন আগে নিখোঁজ হয়েছিলেন। স্বামী আব্দুল কাদের লাশটি তার স্ত্রী হিসেবে শনাক্ত করেছেন। গত রোববার সকালে মির্জাপুর পৌর সদরের বারই খালের বাইমহাটি অংশে কচুরিপানার সাথে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। লাশ উদ্ধার করার সময় তার গলায় ওড়না পেচানো ছিল এবং এক পা বাঁধা ছিল। মুখেও আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহত গোলাপীর মা সমলা বেগম জানান, তার মেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল ফোনও বন্ধ ছিল। এছাড়া খাল পারাপারের জন্য ব্যবহৃত নৌকা নিখোঁজ ছিল। পরে রাত ৩টার দিকে নৌকাটি বাইমহাটি প্রফেসরপাড়া এলাকায় কচুরিপানায় আটকে থাকতে দেখা যায়। ঘটনার রাতেই মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এটি স্পষ্ট হত্যাকাণ্ড। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। 

ফরিদপুর : স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নিহত ঝর্ণা ওরফে বন্যাকে (২১) তার স্বামী সৌরভ কুমার দাসের সঙ্গে মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত ২০ অক্টোবর ওই বাড়িতেই খুন হন ঝর্ণা। পরদিন ২১ অক্টোবর নিহতের মা শেফালী রানী বাদী হয়ে সৌরভকে প্রধান আসামি করে মধুখালী থানায় হত্যা মামলা করেন। র‌্যাব-১০ ফরিদপুরের কোম্পানি কমান্ডার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত সৌরভ পলাতক ছিলেন।

দৈনিক পুনরুত্থান / আরিফা সবুজ

এ সম্পর্কিত আরও পড়ুন