• ঢাকা
  • শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কয়রায় উত্তরণের দ্বিমাসিক প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩০ পিএম
কয়রায় উত্তরণের দ্বিমাসিক প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা

কয়রায় উত্তরণের জিসিএ প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও  সমন্বয় জোরদারে দ্বি-মাসিক অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত দুই মাসের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করা হয় এবং লক্ষ্যভিত্তিক কাজের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, সামাজিক সেবা, পরিবেশ ও জলবায়ু অভিযোজন, কৃষি ও জীবিকাভিত্তিক প্রকল্পগুলোর বাস্তবায়নে গুণগত মান নিশ্চিতকরণ এবং সময়মতো কাজ সম্পন্নের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসার নিশাত ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, সহকারি যুব উন্নয়ন অফিসার এস এম আকরাম হোসেন, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ ফরহাদ হোসেন, প্রকল্পের প্রজেক্ট অফিসার রাউফুর আদনান, এরিয়া সুপার ভাইজার মোঃ শামীম হোসেন, এনজিও প্রতিনিধি মোস্তাক মাহদুদ, জ্যাকব টিটু পিনাারু মিজানুর রহমান, প্রকল্পের নারী গবেষক তানিয়া সুলতানা, নুসরাত কনা, তানিয়া সিদ্দিকা, আরেফিন আহমেদ লিসা, প্রকল্পের উপকারভোগী সদস্য রিনা মুন্ডা, ছালমা আক্তার প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ প্রকল্পের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন