খুলনা -৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী
 
	   
	দৈনিক পুনরুত্থান  ; 
	প্রকাশিত: সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫  খ্রিস্টাব্দ, ০৮:১৫ পিএম	
  
	
 
	আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনার ৬টি আসনের মধ্যে ৫টি আসন সহ সারাদেশে বিএনপির ২৩৭ টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেছর বিএনপি
	  
	  এর মধ্যে খুলনা ৬ আসনে দলটির সদ্য খুলনা জেলার (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর নাম ঘোষনা করা হয়েছে।
আজ সোমবার (৩নভেম্বর) সন্ধায় রাজধানীর গুলশান অবস্থিত বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষনা করেন দলটির মহা সচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
এই খবরে কয়রা উপজেলা সদর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল সমাবেশ করেন।
	  
	  দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
 - খুলনা
 - মনিরুল হাসান বাপ্পী
 
এ সম্পর্কিত আরও পড়ুন
             
			
                						
			
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
	 
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: