• ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

গোদাগাড়ীতে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের সময় স্বর্ণসহ যুবক গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৩৬ পিএম
গোদাগাড়ীতে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের সময় স্বর্ণসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের সময় ২৯৪ দশমিক ১৩ গ্রাম স্বর্ণসহ মোঃ মোশারফ হোসেন (২০) নামের এক স্বর্ণ চোরাকারবারিকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

ধৃত মোশারফ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতলী ইউনিয়নের বকচর গ্রামের মোঃ নাইমুল ইসলামের ছেলে। তার কাছ থেকে পাঁচটি স্বর্ণের বারের কাটা অংশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৯৪ দশমিক ১৩ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ৮১ হাজার টাকা।

পুলিশ জানায়, সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ কুদ্দুসের নেতৃত্বে একটি বিশেষ টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ঘটনাস্থলেই আটক করে।

এসআই কুদ্দুস জানান, “গ্রেপ্তারের পর মোশারফের শরীর তল্লাশি করে তার কোমরের লুঙ্গির ভাঁজে কসটেপে মোড়ানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বারের কাটা অংশ উদ্ধার করা হয়। স্থানীয় দুই ব্যক্তি—মোস্তাফিজুর রহমান ও রুবেল আলীর উপস্থিতিতে এগুলো জব্দ করা হয়।”

পরে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী অমৃত সরকারের কাছে উদ্ধারকৃত ধাতুগুলোর পরীক্ষা করানো হলে তিনি নিশ্চিত করেন যে এগুলো প্রকৃত স্বর্ণ। ওজন করে দেখা যায় মোট ২৯৪.১৩ গ্রাম। গ্রেপ্তার মোশারফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক ডাবলু ও জাহিদসহ আরও দুই-তিনজনের সহযোগিতায় সে বিভিন্ন জেলা থেকে স্বর্ণ সংগ্রহ করে ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ বলছে, উদ্ধারকৃত স্বর্ণ এবং আসামির বিরুদ্ধে ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ, ১৯৭৪-এর ২৫(বি)(১)(এ)/২৫(ডি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, "এটি একটি আন্তর্জাতিক স্বর্ণ পাচারচক্রের অংশ হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন