• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

টিএমএসএস এর উদ্যেগে বিনামুল্যে চক্ষু শিবির।


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৫১ এএম
টিএমএসএস এর উদ্যেগে বিনামুল্যে চক্ষু শিবির।

১৩/১২/২০২৫ ইং তারিখ রোজ শনিবার Orbis International এবং PKSF এর সহযোগীতায় Deep Eye Care Foundation এর তত্ত্বাবধায়নে টিএমএসএস রংপুর জোনের অন্নদানগর শাখার অন্নদানগর মহাবিদ্যালয়ে এক বিনামুল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপারেশন- ৪ ডোমেইনের ডোমেইন প্রধান জনাব মোহাম্মদ শাহীন মিয়া,বিশেষ অতিথি ছিলেন মোঃ ময়নুল হক প্রধান,জোন প্রধান, রংপুর জোন, টিএমএসএস। সঞ্চালনা করেন রফিক আজির, রিজিয়ন প্রধান, দামুরচাকলা রিজিয়ন।সভাপতিত্ব করে কৃঞ্চকমল রায়, শাখা প্রধান, অন্নদানগর শাখা।

উক্ত বিনামুল্যে চক্ষু শিবিরে সেবা নেন মহিলা ৫২ জন পুরুষ ৬৪ জন মোট ১১৬ জন। চক্ষু পরীক্ষা করে ১৫ জন ছানি রোগী সনাক্ত করা হয় তাদের মধ্য থেকে ১৩ জন রোগীকে ছানী অপারেশনের জন্য নির্বাচিত করা হয় এবং ক্যাম্পেইন শেষে দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ( Deep Eye Care Foundation) নিজস্ব গাড়ী যোগে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। রফিক আজির।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন