• ঢাকা
  • মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ডিমলায় ছাত্রীদের কান ধরে উঠবসের অভিযোগ তিন শিক্ষকের বিরুদ্ধে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৩ পিএম
ডিমলায় ছাত্রীদের কান ধরে উঠবসের অভিযোগ তিন শিক্ষকের বিরুদ্ধে

নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের কান ধরে উঠবস করাসহ সূর্যের দিকে দীর্ঘদিন তাকিয়ে রাখার অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় এক অভিভাবক ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।অভিযুক্ত শিক্ষরা হলেন- ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু জাফর মো: মোতাসিম বিল্লাহ্, সহকারী শিক্ষক আবুল কাশেম ও মঞ্জুশ্রী রায়।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে ৬ষ্ঠ শ্রেণি ছাত্রী আরাবি ইসলাম ও ৮ম শ্রেণির ছাত্রী আফিফা ইসলামসহ বিভিন্ন শ্রেণির বেশ কয়েকজন ছাত্রীদের জুতার রং সামান্য অমিল রয়েছে এমন অজুহাতে একাধিকবার কান ধরে উঠবস করিয়ে ছাত্রীদের চোখ মেলে সূর্যের দিকে দীর্ঘক্ষন তাকিয়ে রাখতে বাধ্য করা হয়। পরে বিষয়টি জানা জানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে বিচারের দাবি জানান।

অভিযোগের বিষয়ে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)আবু জাফর মো: মোতাসিম বিল্লাহ'র ব্যবহৃত(০১৩০৯১২৪৭৫৪)নম্বরে কল করা হলে তার মেয়ে পরিচয়ে এক নারী রিসিভ করে বলেন,আপনি সাংবাদিক নাকি অন্য কেউ।সাংবাদিক পরিচয় দেয়ায় তিনি(প্রধান শিক্ষক) নামাজে রয়েছেন বলে জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। 

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন