• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

দৃষ্টি প্রতিবন্ধির আড়ালে ভয়াবহ মাদকের কারবার, মাদকসহ কাঁনা মিজান আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪২ পিএম
দৃষ্টি প্রতিবন্ধির আড়ালে ভয়াবহ মাদকের কারবার, মাদকসহ কাঁনা মিজান আটক

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১  দূর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, ফরিদপুরে মাদক ব্যবসার অন্যতম হোতা মিজান মোল্লা ওরফে কাঁনা মিজান নামে একজনকে গত কয়েকদিন ধরে খোঁজা হচ্ছিল। অনুসন্ধানে জানা যায়, মিজান মোল্লা শারীরিকভাবে দৃষ্টি প্রতিবন্ধী এবং গত ২২ বছর ধরে দৃষ্টিশক্তিহীন অবস্থায় রয়েছে। এই দৃষ্টি প্রতিবন্ধীতার আড়ালে  সে মাদক কারবারে সক্রিয় যোগানদার ছিল বলে গোয়েন্দা তথ্যে উঠে আসে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে যৌথ বাহিনীর একটি দল জানতে পারে মিজান মোল্লা কানাইপুর এলাকায় মাদক সরবরাহ করছে। উক্ত খবরের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিজান মোল্লা (৪৬) কে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ২.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মিজান-কে  উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন