• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৫ পিএম
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা

নীলফামারীর ডিমলায় নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে সদর ইউনিয়নের নটাবাড়ি এলাকায় এক ব্যক্তিকে এক লাখ টাকা ও বালা পাড়া ইউনিয়নের শোভানগঞ্জ এলাকায় এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার(৪ জানুয়ারি)দুপুরে অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ওই দুই ব্যক্তিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা-নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান ও সহকারি কমিশনার(ভুমি)-নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীর।এ সময় ডিমলা থানা পুলিশ ও গ্রাম পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

জনসচেতনতা বৃদ্ধিতে ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন