নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক নৌকা বাইচ উৎসব অনুষ্ঠিত
আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ উৎসব নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর মেঘনা নদীতে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে নাগরিয়াকান্দি এলাকার মেঘনা নদীতে অনুষ্ঠিত হয় এ ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা।
মেঘনা পাড়ে হাজারো মানুষের ঢল নামে এই আয়োজনে। নদীর দু’পাড়ে উচ্ছ্বাস-উল্লাসে মুখর ছিল দর্শক ও স্থানীয় জনতা। বৈঠার ছন্দে, ঢেউয়ের তালে তালে গ্রামীণ ক্রীড়ার এক অপূর্ব দৃশ্যের জন্ম দেয় এই প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ উপভোগ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।
বক্তব্যে তিনি বলেন— “আমাদের লোকজ ক্রীড়ার ঐতিহ্যের মধ্যে অন্যতম নৌকা বাইচ। যখন এই ঐতিহ্য বিলুপ্তির পথে, তখন নরসিংদী জেলা প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি আমাদের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, নরসিংদীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, নরসিংদী পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। এছাড়া নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় নানা রঙের দৃষ্টিনন্দন ১০টি বড় নৌকা নিয়ে হবিগঞ্জ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর ১০টি দল অংশগ্রহণ করে। নৌকা বাইচটি মেঘনার নলবাটা থেকে শুরু হয়ে নাগরিয়াকান্দি ব্রিজে এসে শেষ হয়।
দীর্ঘ ও রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল দল বিজয়ী হয়। বিজয়ী দলপ্রধান ওসমান উল্লাহ দলকে প্রদান করা হয় নগদ ২ লাখ টাকা ও ট্রফি। দ্বিতীয় স্থান অর্জনকারী দল পায় ১ লাখ ৫০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারী দলকে দেওয়া হয় ১ লাখ টাকা ও ট্রফি। এছাড়া অন্যান্য অংশগ্রহণকারী দলকেও সম্মাননা দেওয়া হয়।
মেঘনার বুক চিরে বৈঠার তাল আর ঢেউয়ের গর্জনে মুখরিত ছিল পুরো নদীপাড়। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন নরসিংদীর ঐতিহ্যকে আরও প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ করেছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: