নাগেশ্বরীতে কচাকাটা থানাকে উপজেলা ঘোষণার দাবিতে গনস্বাক্ষর কর্মসূচি
নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষণার দাবিতে এক বিশাল গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কচাকাটা হাইস্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও কচাকাটা প্রেসক্লাব।
“দাবি সবার একটাই — কচাকাটা উপজেলা চাই” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কচাকাটা দীর্ঘদিন ধরে প্রশাসনিকভাবে একটি পূর্ণাঙ্গ উপজেলা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় কচাকাটাকে উপজেলা ঘোষণা করা এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, কচাকাটা থানার জনগণ বহু বছর ধরে এ দাবিতে আন্দোলন করে আসছেন। বর্তমানে প্রশাসনিক কাজ বা জমি-রেজিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ কাজ করতে নাগরিকদের নদী পাড়ি দিয়ে নাগেশ্বরী উপজেলা সদরে যেতে হয়, যা অত্যন্ত কষ্টকর ও সময়সাপেক্ষ। উপজেলা সদর কচাকাটায় হলে এসব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।
অন্তর্বর্তীকালীন সরকার যদি কচাকাটাকে উপজেলা ঘোষণা করে, তবে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি কমবে, জনসেবা বৃদ্ধি পাবে এবং এলাকায় উন্নয়ন ত্বরান্বিত হবে বলে বক্তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি, এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ।
সভা শেষে কচাকাটাকে প্রশাসনিক উপজেলা ঘোষণার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়, যা পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- নাগেশ্বরী
- গনস্বাক্ষর কর্মসূচি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: