• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৪ এএম
নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলামের একটি মন্তব্যে ক্রিকেটপাড়ায় তোলপাড় চলছে। ক্রিকেটারদের সংস্থা কোয়াব তো জানিয়েই দিয়েছে, নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তারা। অবশেষে বিসিবির টনক নড়েছে। সেই নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিসিবি।

বিশ্বকাপে খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্ন করা হয়েছিল এম নাজমুলকে। জবাবে বিস্ফোরক মন্তব্য করে উলটো তিনি প্রশ্ন তুলেছেন, ‘ক্রিকেটারদের পেছনে যে খরচ হয়, তার প্রতিদান ক্রিকেটাররা কী দিতে পেরেছেন? কেন? ওরা যদি কিছুই না করতে পারে, ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি, ওই টাকা কি আমরা ফেরত চাই? উত্তর দেন আমাকে। তাহলে বিশ্বকাপে না খেললে ক্ষতিপূরণ কেন দেব!’ 

ক্ষতিপূরণের প্রশ্ন ক্রিকেটাররা তুলতে পারবেন না বলে মন্তব্য করেছেন নাজমুল। তিনি বলেন, ‘আমাদের কোনো ব্যাখ্যা নেই। ক্ষতিপূরণের প্রশ্ন তুলতেই পারবে না ওরা। কারণ আমরা যে প্লেয়ারদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। একটা বৈশ্বিক কাপ আনতে পেরেছে? তাহলে তো এটাও বলতে পারি যে, তোমাদের পেছনে যা খরচ করেছি তা তোমাদের কাছ থেকে নিতে থাকি।’ 

এর আগে তামিম ইকবালকে নিয়েও বাজে মন্তব্য করেন এই পরিচালক। তিনি তামিমকে ভারতীয় দালাল বলেন। তখনো কোয়াব কড়া সমালোচনা করেছিল। তবে গতকাল নাজমুল যা বলেছেন, এরপর সরাসরি সব ধরনের খেলা বন্ধ করার ঘোষণা দেয় কোয়াব। সভাপতি মিঠুন বলেন, ‘কয়েকদিন ধরে একজন পরিচালক যেভাবে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক যেভাবে মন্তব্য করছেন। কখনোই তিনি খেলোয়াড়দের নিয়ে এভাবে কথা বলতে পারেন না। আমরা দ্রুত তার পদত্যাগ চাই। উনি কাল (আজ) বিপিএলের প্রথম ম্যাচের আগে যদি পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি।’

এরপরই টনক নড়েছে বিসিবি। নাজমুলের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বোর্ড। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করে। বোর্ড জানায়, ওই মন্তব্যে সৃষ্ট উদ্বেগ তারা বুঝতে পারছে। বিসিবি আবারও পেশাদারিত্ব, ক্রিকেটারদের প্রতি সম্মান এবং ক্রিকেটের মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকারের কথা জানায়।

ইতোমধ্যেই নাজমুলের কাছে একটি শোকজ নোটিশ চলে গেছে। যার জবাব ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে। বিসিবি জানায়, ‘একটি সাংবিধানিক সংস্থা হিসেবে বিসিবি তাদের নিজস্ব নিয়ম ও নীতিমালা অনুযায়ী বিষয়টি দেখছে। এই দায়িত্বের অংশ হিসেবে সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া শুরু হয়েছে। ওই সদস্যকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি হবে। প্রক্রিয়ার ফল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা আজ থেকে। তবে এই ঘটনায় সে ম্যাচ দুটি নিয়েও জেগেছে শঙ্কা। বিসিবি আহ্বান জানিয়েছে, বিপিএলের প্রতি যেন ‘পেশাদার’ মনোভাব বজায় রাখেন তারা। বিবৃতিতে বলা হয়, ‘বিসিবি মনে করে, ক্রিকেটাররাই বিপিএল এবং বোর্ডের সব কার্যক্রমের প্রধান অংশীদার। ক্রিকেটাররাই এই টুর্নামেন্টের প্রাণ। বোর্ড আশা করছে, খেলোয়াড়রা তাদের পেশাদার মনোভাব বজায় রাখবেন। তারা টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে সহযোগিতা করবেন। এতে বিপিএল ২০২৬ নির্বিঘ্নে শেষ হবে।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন