• ঢাকা
  • বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৭ পিএম
নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর এলাকায় অবস্থিত ‘প্লাস্টিক সাইন বিডি’ নামের কারখানাটিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের মোট সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মণ্ডলপাড়া স্টেশন থেকে তিনটি, হাজীগঞ্জ থেকে দুটি এবং ফতুল্লা স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

কারখানায় দাহ্য প্লাস্টিকজাত দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন