নিয়োগ বিধির দাবিতে লালমনিরহাটে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের কর্মবিরতি
নিয়োগ বিধির বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় লালমনিরহাটের কালীগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের সকল মাঠ কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
৪ঠা ডিসেম্বর ( মম্গলবার) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসুচি পালিত হয়। গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা বলেন, দীর্ঘ সময় ধরে তারা পরিবার পরিকল্পনা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসলেও এখন পর্যন্ত তাদের চাকরির জন্য নির্দিষ্ট নিয়োগ বিধি প্রণয়ন করা হয়নি। এতে তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। বক্তারা আরও বলেন, নিয়োগ বিধি তাদের ন্যায্য অধিকার, আর সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
অবস্থান কর্মসূচি চলাকালে “এক দফা এক দাবি—নিয়োগ বিধি, নিয়োগ বিধি” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনকারীরা জানান, দ্রুত নিয়োগ বিধির প্রজ্ঞাপন জারি না হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- লালমনিরহাট
- মাঠকর্মীদের কর্মবিরতি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: