পঞ্চগড়ে জামায়াতের আমীরের আগমন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা
১০ দলীয় নির্বাচনি ঐক্যজোটের শীর্ষনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের পঞ্চগড়ে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল ২৩ জানুয়ারী সকাল ১০ টায় জেলা সদরের চিনি কল মাঠে ১০ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
তাঁর জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা।
সরেজমিনে দেখা যায়, চিনি কল মাঠে বাঁশ, কাঠ ও ত্রিপল দিয়ে মঞ্চ তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাশাপাশি মাঠজুড়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার টাঙানোর কাজও চলছে। জনসভায় প্রায় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা জানান, ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসবেন। জনসভাটি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমানের এই সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: