পাঁচকল্লি টুপি পড়িয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মী সাজিয়ে বিএনপিরতে যোগদান
বরগুনা আমতলীতে পাঁচকল্লি টুপি পড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সাজিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার বিকেলে দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী। এমন ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন তিনি। জানাগেছে, শনিবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখার বহিস্কৃত সভাপতি মোঃ নাশির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী বিএনপি দলীয় কার্যালয়ে বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা ও আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকিরের হাত ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
এ নিয়ে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই যোগদান অনুষ্ঠানে উল্লেখ করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী সদর ইউনিয়নের নেতাকর্মীরা দল ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন নাশির উদ্দিন হাওলাদার দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ৫ অক্টোবর তাকে দলের সদস্যসহ সকল পথ থেকে অব্যহতি দেয়া হয়েছে।
তিনি দলীয় পদ গোপন রেখে সাধারণ মানুষকে পাঁচকল্লি টুপি পড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতাকর্মী সাজিয়ে বিএনপিতে যোগদান করিয়েছেন। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয় ওই যোগদান অনুষ্ঠানে কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতাকর্মী ছিল না, এমনকি চরমোনাই মতাদর্শী কোন লোকজনও ছিল না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের ভাবমুর্তি ক্ষুন্ন করতেই নাশির উদ্দিন হাওলাদার এমন কাজ করেছেন। তার এমন কাজের তীব্র নিন্দা জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর, আলহাজ্ব মৌলভী মোঃ শাহ আলম, যুব আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খালেক সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ইশা শাহিদী, শ্রমিক আন্দোলন সাধারণ সম্পাদক মাওলানা মীর মোঃ সোলাইমান, ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ আবু রায়হান প্রমুখ। এবিষয়ে জানতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দল থেকে বহিস্কৃত ওয়ার্ড সভাপতি নাশির উদ্দিন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই ফোনের সংযোগ বিছিন্ন করে দেন।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির বলেন, নাশির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে বেশ কিছু ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
কিন্তু নাশির উদ্দিন ইসলামী আন্দোলন থেকে বহিস্কৃত হয়েছেন তা আমার জানা নেই। তিনি আরো বলেন, বিএনপির একটি বৃহৎ রাজনৈতিক দল। কেউ দলে আসলে তাকেতো ফিরিয়ে দেয়া যায়না।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পাঁচকল্লি টুপি
- ইসলামী আন্দোলন
- বিএনপি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: