পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাধখুর গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীদের হামলায় শামীম আহম্মেদের স্ত্রী মোছাঃ কারিমা খাতুন গুরুতর আহত হয়েছেন।


হামলাকারীরা লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ১৬ অক্টোবর জয়পুরহাট আমলী আদালতে তিনি মামলা দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্তরা বাদিনীকে স্বপরিবারে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। ফলে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে ১৮ অক্টোবর শনিবার দুপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন আহত গৃহবধূ কারিমা খাতুন।
লিখিত বক্তব্যে তিনি জানান, একই গ্রামের লুৎফর রহমানের পুত্র মোঃ রিপন, ফয়েজ উদ্দিনের পুত্র লুৎফর রহমান, তার স্ত্রী ফরিদা ও কন্যা রুমা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বাড়িতে নিয়মিত মাদক সেবন ও বিক্রি হয়, এতে গ্রামের তরুণরা বিপথগামী হচ্ছে। প্রতিবাদ করায় তারা রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে তার শ্রীলতাহানীর ঘটনাও ঘটায়।
তিনি আরও জানান, মামলা করার পর থেকেই আসামিরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে, ফলে তারা পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে অভিযুক্ত লুৎফর রহমানের স্ত্রী ফরিদা বেগম বলেন, “আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
ভুক্তভোগী পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পাঁচবিবি
- সংবাদ সম্মেলন
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: