• ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

Advertise your products here

  1. রাজধানী

পানির স্বল্পতায় বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে ফায়ারকর্মীদের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২২ পিএম
পানির-স্বল্পতায়-বেগ-পেতে-হচ্ছে-আগুন-নেভাতে-ফায়ারকর্মীদের
ফাইল ফুটেজ

রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তবে আগুনের তীব্রতা ও পানির স্বল্পতার কারণে নিয়ন্ত্রণে আনতে ফায়ারকর্মীদের বেগ পেতে হচ্ছে।

ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বস্তিটিতে আগুনের তীব্রতা অনেক। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, তবে আমরা চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে। কিন্তু ঘটনাস্থলে পানির স্বল্পতা রয়েছে। আগুনের তীব্রতা ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আমাদের বেগ পেতে হচ্ছে।সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।

রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখার সময়ও আগুন জ্বলছিল বস্তিতে। এদিকে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল। স্থানীয়রা বলছেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে প্রায় ২ থেকে আড়াই হাজার পরিবারের বসবাস।

৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা ভাড়া দিয়ে মূলত নিম্ন আয়ের মানুষজন বস্তিটিতে থাকেন। বস্তিটিতে প্রায় কয়েক হাজার ঘর রয়েছে। এর মধ্যে আগুন কয়েকশ ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আনোয়ার নামে বস্তিটির এক বাসিন্দা বলেন, ভেতরে সব পুইড়া শেষ হইয়া যাচ্ছে। কিছুই বাকি নাই, অনেক ঘর পুড়ে যাইব। সব ১-২ তলার টিনশেডের ঘর। ভেতর থেইকা কিছু লাইয়া বের হতে পারি নাই।

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন