পেকুয়ায় অবৈধ কার্যকলাপে বাঁধা! আহত ১
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে এক লবণ চাষীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ২.৩০ টার দিকে পেকুয়া উজানটিয়া ইউপির ৫ নং ওয়ার্ডের নতুন ঘোনা( পেকুয়ার চর)এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত লবণ চাষী মোঃ ফয়সাল (২৫)। সে উজানটিয়া ইউপির নতুন ঘোনা এলাকার মোঃ জালাল উদ্দিন প্রকাশ হানিফের ছেলে।
আহত ফয়সালের জানান , ফয়সাল ও আমার প্রতিবেশী জাহেদ রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিজ গ্রামের রাস্তার পাশে দূর থেকে জাফরের মেয়ে প্রবাসীর স্ত্রী হাদিছার বাড়িতে ১ জনকে প্রবেশ করতে দেখতে পাই, আমরা গিয়ে হাদিছা কে বাড়িতে কে আসছে জানতে চাইলে? সে অস্বীকার করে আমাদের কে হঠাৎ অশ্লীল ভাষায় গালিগালাজ করলে আমরা প্রতিবাদ করলে এলাকার ১০/১৫ জন লোক এগিয়ে এসে আমরা সবাই কথা বলছিলাম হঠাৎ করে অত্র এলাকার আবদুল খালেক এর পুত্র মনজুরের ইন্ধনে পিছন থেকে প্রবাসীর স্ত্রী হাদিছা তাঁর পিতা জাফর ও তাঁর মা পাখি দেশীয় অস্ত্রশস্ত্র চুরি ও কিরিচ দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও আমার হাতের বাহুতে কুপ দিয়ে গুরুতরভাবে জখম করে রাতের অন্ধকারে সরিয়ে যায়।
আহত পরিবার আরো বলেন- প্রবাসীর স্ত্রী হাদিছা স্বামী দেশে না থাকায় এর সুযোগ নিয়ে সে বেশ কয়েকটি অবৈধ অপকর্মর কারণে নাজেহাল হয়েছিল এবং কি স্বামীর বাড়ি থেকে বাহির করে দিলে পরে ভাড়াবাড়িতে উঠলেও সেখান থেকে বাহির করে দেন। পরে নিজ পিতার বাড়িতে জায়গা ক্রয় করে বসবাস করছেন।
আহত ফয়সালের চাচা আব্দুল শুকুর জানান - উক্ত ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। উক্ত ঘটনার বিষয়ে জানতে প্রতিপক্ষ প্রবাসীর স্ত্রী হাদিছার মামা মনজুর জানান, মারামারির ঘটনা সত্য তবে আহত ফয়সাল গভীর রাতে পুরুষ ছাড়া একটি বাড়িতে কিসের জন্য দরজায় টোকা দিল একটি ভুয়া অপবাদ সৃষ্টি করতে চাইলে এলাকার মানুষ জন্য কোন সত্যতার প্রমাণ পাইনি। আমার ইন্ধনে ঘটনা ঘটেনি আমি এর সাথে যুক্ত নেই।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গভীর রাতে আহত ফয়সাল কে দ্রুত পেকুয়া উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় পেকুয়া থানার অফিসার ইনচার্জ বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ ফেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পেকুয়া
- অবৈধ কার্যকলাপ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: