ফরিদপুরে তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষনা এক আসনে পরে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি (ধানের শীষ প্রতীকে) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে বরাবরের মত এবারও ফরিদপুর-১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
যাঁদের নাম ঘোষনা করা হয়েছে তাঁরা হলেন, ফরিদপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, ফরিদপুর-৩ আসনে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
সোমবার (৩ নভেম্বর ২০২৫) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষনা করা হলেও বাদ পড়ে যায় ফরিদপুর-১ আসনটি। মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর এই আসনের প্রার্থীর নাম পরে ঘোষনা করবেন বলে জানিয়েছেন। বরাবরের মত এবারও এই আসনে প্রার্থী ঘোষনায় জটিলতার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিএনপি দু'টি অংশে বিভক্তি দৃশ্যমান মান হয়েছে। সম্প্রতি বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষনা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। মধুখালিতে তেমন প্রভাব না পড়লেও নতুন কমিটি ঘোষনা নিয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে তীব্র প্রতিক্রিয়া চলছে। একটি অংশ নতুন কমিটি বাতিলের দাবীতে দুই উপজেলায় বিক্ষোভ, অবরোধ, মশাল মিছিলসহ নানা প্রকার কর্মসূচি পালন করেছে।
ফরিদপুর-১ আসনে প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে বলে এক অংশ আনন্দ মিছিল করলেও অপর অংশ প্রতিবাদে উক্ত ঘোষনাকে ভূয়া বলে ঝাড়ু মিছিল করেছে।
কার্যত: দুই অংশে বিভক্ত ফরিদপুর-১ আসনের বিএনপি পক্ষে বিপক্ষে নানা রকম বাদ প্রতিবাদে জড়িয়ে পড়েছে। রাজনৈতিক সচেতন মহল মনে করছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন বাইরে থাকা এক ব্যক্তি এবং অপর একজন উড়ে এসে জুড়ে বসার মত দুই প্রার্থী মনোনয়নের চেষ্টা করে যাচ্ছেন। এ বিষয় নিয়েও নানা ধরেন প্রতিক্রয়া চলছে। সদ্য ঘোষিত বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এক সময়ের বিএনপি ঘরনার সাংবাদিক, সাবেক প্রভাবশালী মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের আস্থা ভাজন বলে পরিচিত আরিফুর রহমান দোলনের কথা বলেছেন। দোলনকে মনোনয়ন দিলে সেটা দলের জন্য প্রচন্ড ক্ষতি হবে বলে তাঁরা মন্তব্য করেছেন।
অপরদিকে আরও দুইজন ব্যাক্তির নাম আসছে, যাঁরা মনোনয়নের জন্য চেষ্টা করছেন বলে অনেকে দাবী করেন। তাদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী-শিল্পপতি আজিজুল আকিল ডেভিড'র নাম জোড়ে সোড়ে উচ্চারিত হচ্ছে। অপর জন হলেন বারবার দল পরিবর্তনকারী এক সময়ের তুখোর নেতা বীরমুক্তিযোদ্ধা শাহ মো: আবু জাফর। তবে বিশ্বস্ত কোন সূত্র এ বিষয়ে নিশ্চিত করতে পারে নাই। দুই ভাগে বিভক্ত ফরিদপুর-১এর কোন অংশই বহিরাগতদের মেনে নিতে পারছে না। আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালীর মানুষ তীব্র আকাঙ্খা নিয়ে তাকিয়ে রয়েছে শেষ পর্যন্ত কার ভাগ্যে আসে ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থী হওয়ার সৌভাগ্য।
দৈনিক পুনরুত্থান / বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: