• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনা সদর উপজেলায় স্কাউটের ২০তম মাল্টিপারপাস ওয়ার্কশপের শুভ উদ্বোধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩০ পিএম
বরগুনা সদর উপজেলায় স্কাউটের ২০তম মাল্টিপারপাস ওয়ার্কশপের শুভ উদ্বোধন

বাংলাদেশ স্কাউটস বরগুনা সদর  উপজেলার ২০ তম মাল্টিপারপাস  ওয়ার্কশপ ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।

অনুষ্ঠানটির শুভ  উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা  নির্বাহী কর্মকর্তা  ও সভাপতি বাংলাদেশ স্কাউটস বরগুনা সদর উপজেলা জনাব মোঃ ইয়াছিন আরাফাত রানা। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরে বাংলাদেশ স্কাউট বরগুনা শাখার সদস্যরা ইউএনও মহোদয়কে  ফুল দিয়ে বরণ করেন। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আবু জাফর সজল, সাধারণ সম্পাদক বরগুনা জেলা স্কাউট।উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৩০ জন স্কাউট সদস্য, উপস্থিত ছিলেন। অদ্য ১৪ মে ২০২৫  ইংরেজি রোজ সোমবার সকাল ১০ঃ৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোঃ আবু সায়েম আজাদ, বাংলাদেশ স্কাউট বরগুনা সদর উপজেলার সাধারণ সম্পাদক। স্বাগত বক্তৃতা কালে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউট সহকারি কমিশনার, বরগুনা জেলা  মোঃ শওকত আলী খান হিরন বলেন,উপজেলা ইউনিট লিডারদের নিয়ে কর্মশালার মাধ্যমে সক্রিয় করে তুলতে পারলে ইউনিটগুলো সচল হবে। এছাড়াও তিনি ২০ তম মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৫ এর অনুষ্ঠানের উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। জনাব শওকত আলী হিরন সাহেব প্রেসিডেন্টস রোভার স্কাউট পদপ্রাপ্ত। 

বাংলাদেশ স্কাউটস বরগুনা সদর উপজেলা ২০ তম মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও সভাপতি বাংলাদেশ স্কাউটস বরগুনা সদর উপজেলা জনাব মোঃ ইয়াছিন  আরাফাত রানা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত সকলের সাথে পরিচিত হন।বাংলাদেশের স্কাউট কে বেগবান করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান । পরবর্তীতে আপনারা যখন কোন ট্রেনিং এর ব্যবস্থা করবেন আমিও সেই ট্রেনিং অংশগ্রহণ করার চেষ্টা করব।অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন