বাবুখালীর ইতিহাস-ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন
পৌষের শেষভাগে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য নিয়ে অধ্যক্ষ সৈয়দ রবিউল আলমের লেখা ‘বাবুখালীর ইতিহাস ঐতিহ্যথ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাবুখালী লেখকের নিজ বাড়ীতে শনিবার (১০ জানুয়ারি) বিকালে ‘বাবুখালীর ইতিহাস ঐতিহ্যথ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
স্বপ্নময় জীবন; সেই জীবনে লেখক লিখেছেন পদ্যময় ছন্দ ও গদ্য, খুঁজে ফিরেছেন ভালোবাসা আর জীবনের বিভিন্ন দৃশ্যপট। সেই দৃশ্যপটে খুঁজে পেয়েছেন বাবুখালীর ইতিহাস ঐতিহ্য। এলাকার প্রতিটি গ্রামাঞ্চলের হারানো ঐতিহ্য তুলে ধরেছেন ‘বাবুখালীর ইতিহাস ঐতিহ্যথ বইয়ে। সৈয়দ রবিউল আলম বাবুখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছিলেন।
কবি ও কথাসাহিত্যিক সাদী মহম্মদের উপ¯’াপনায় এ সময় বক্তব্য দেন সহকারী অধ্যাপক (অব.) কবি মো. ওসমান আলী, নাট্যকার, গবেষক, কবি, কথাসাহিত্যিক সালাহ্উদদীন আহমেদ মিলটন, কবি, কথাসাহিত্যিক মোঃ শহিদুজ্জামান, কবি মুরাদ হোসেন, কবি মতিউর রহমান, কবি, কথাসাহিত্যিক সুদের চক্রবর্তী, কবি কমল হাসান, মনিরুল ইসলাম খাঁন টিপু এবং আব্দুর রাজ্জাক।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বাবুখালী
- ইতিহাস
- মোড়ক উন্মোচন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: