• ঢাকা
  • মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে শোক বই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ পিএম
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে শোক বই

জাতীয় ঐক্যের প্রতীক, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) শোক বই খোলা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) টিডিএসের প্রশিক্ষণ প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বইয়ে স্বাক্ষর শেষে অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর সাহস, নেতৃত্ব ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, ছিলেন কোটি মানুষের আস্থার প্রতীক।

পরে সকলের অনুভূতি প্রকাশের জন্য শোক বইটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। টিডিএস প্রশিক্ষণ প্রধানের উদ্যোগে খোলা এই শোক বইটি প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ‘জুলাই কর্নার’-এর সম্মুখে রাখা হয়েছে। শোক বইটি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন