• ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের কাঁদানে গ্যাস-রাবার বুলেট নিক্ষেপ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫১ পিএম
বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের কাঁদানে গ্যাস-রাবার বুলেট নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে দফায় দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুতা উৎপাদনকারী একটি কারখানার শ্রমিকরা। 

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার নগরহাওলা এলাকায় অবস্থিত এ এ ইয়ার্ন মিলস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।  

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, অক্টোবর মাস শেষ হতে চললেও এখনও গত মাসের বেতন পরিশোধ করা হয়নি তাদের।

কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও বারবার তা ভঙ্গ করছে। তাই শেষপর্যন্ত সড়কে নামতে বাধ্য হয়েছেন তারা।

কারখানাটির শ্রমিক আয়েশা আক্তার, শিল্পী আক্তার ও মো. রায়হান বলেন, ১০ অক্টোবর বকেয়া বেতন পরিশোধের কথা দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। ওইদিন ফের তারিখ দেন।

এরপর আরো দুইবার তারিখ দিয়েও বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। সবশেষ আজ (বৃহস্পতিবার) তাদের বেতন পরিশোধের কথা ছিল। 

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক মিজানুর রহমান বলেন, আজ সকালে তারা কারখানায় গিয়ে কাজ করছিলেন। কিন্তু সকাল ১০টার দিকে তারা জানতে পারেন, আজও বকেয়া বেতন পরিশোধ করা হবে না।

পরে তাৎক্ষণিক তারা কর্মবিরতি ঘোষণা করে কারখানার ভেতর বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১১টার দিকে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিক। সেখানে তারা বিক্ষোভ করতে থাকেন। এ সময় বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ সেখানে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এতে ব্যর্থ হয়ে দুপুর ১২টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। 

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে মাওনা চৌরাস্তা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ও আরেকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক কালের কণ্ঠকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাকালে তারা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট চোঁড়া হয়। তবে এতে কেউ আহত হননি। 

স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, দুপুর ১টার দিকে শ্রমিকরা ফের মহাসড়কে অবস্থান নেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেন। বিকেল পৌনে ৩টার দিকে  শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করলে পুলিশ ফের কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে  মহাসড়ক ছেড়ে দেন আন্দোলনরত শ্রমিকরা।

এ ব্যাপারে এ এ ইয়ার্ন মিলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া। বকেয়া বেতন আজ পরিশোধ করার কথা ছিল। কিন্তু সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল-এরই মধ্যে শ্রমিকরা আন্দোলন শুরু করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক কালের কণ্ঠকে বলেন, বকেয়া বেতন খুব দ্রুত পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন