বেরোবিতে তিন বিভাগের সংঘর্ষ, ৮ শিক্ষার্থী বহিষ্কার

ফুটবল খেলাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আট শিক্ষার্থীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ২টায় জরুরি শৃঙ্খলা কমিটির মিটিং ডাকা হয়। মিটিং শেষে এ অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার কারার ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গতকাল সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিসংখ্যান বিভাগের প্রান্ত, পদার্থ বিজ্ঞান বিভাগে ইউসুফ ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয়কে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামানিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আট শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মার্কেটিং বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী সাফায়েত শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ এবং ১৪ তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর সিদ্ধান্ত নিয়েছে এটা তার প্রমাণ।
তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং যদি আরো কেউ অপরাধ করে থাকে তাকেও শাস্তি দেওয়া হবে।’
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: