বোয়ালমারীতে খরসুতী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
 
	বোয়ালমারীতে খরসূতী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
	  
	  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ খরসুতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলিনা পারভীন।
প্রধান অতিথি তানভীর হাসান চৌধুরী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার সন্তান। তাদের পড়ালেখার প্রতি যত্নবান হোন, নিয়মিত স্কুলে যাওয়া–আসা তদারকি করুন।" তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "মাধ্যমিক পরীক্ষার ফলাফলই শিক্ষার্থীদের জীবনের ভিত্তি। আমরা খোঁজ রাখি কে বিশ্ববিদ্যালয়ে, বুয়েটে বা মেডিকেলে চান্স পেলো; কিন্তু এসএসসির ফলাফল খারাপ হলে এসব স্বপ্ন অধরাই থেকে যায়।" তিনি আরও বলেন,
"সে কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়েই গড়ে উঠবে একটি সফল প্রজন্ম। ২০২৬ সালে বোয়ালমারী উপজেলাকে ফেলশূন্য করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সমাবেশে চার শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের শিক্ষা ও শৃঙ্খলা উন্নয়নে অভিভাবক ও শিক্ষকবৃন্দ গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন।
	  
	  অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ময়না ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদার এবং মোহাম্মদপুর সালিমুল হক কামাল মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহীন।
স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক শেলিনা পারভীন বলেন, “বিগত বছরের তুলনায় ২০২৫ সালের ফলাফল আশানুরূপ হয়নি। তবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ২০২৬ সালে বিদ্যালয়টি প্রত্যাশিত সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
 - বোয়ালমারী
 - অভিভাবক সমাবেশ
 
এ সম্পর্কিত আরও পড়ুন
             
			
                						
			
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
	 
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: