• ঢাকা
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে নকল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান, মালিকের জরিমানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫১ এএম
বোয়ালমারীতে নকল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান, মালিকের জরিমানা

বোয়ালমারীতে নকল শিশুখাদ্য তৈরির কারখানার সন্ধান মিলেছে এবং মালিককে জরিমানা করা হয়েছে। 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএসটিআই অনুমোদন ছাড়া ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে নকল শিশুখাদ্য তৈরির দায়ে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কারখানার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে বোয়ালমারী পৌরসভার ছোলনা এলাকায় অবস্থিত ‘মেসার্স ভাই ভাই ফুড’ নামের কারখানায় এ অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর সহায়তায় অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় হাসিবুর বিশ্বাসের দুই ছেলে রুহুল আমিন বিশ্বাস (৪০) ও বাহারুল বিশ্বাস (৩৭) একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর কোনো অনুমোদন ছাড়াই জুস, আইস, ললিপপ ও তেঁতুল-জলপাইয়ের চাটনি তৈরি করে আসছিলেন। এসব পণ্য তৈরিতে ক্ষতিকর স্যাকারিন, ঘন চিনি ও বিভিন্ন প্রকার বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়, যা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশুখাদ্য জব্দ করে। পরে জব্দকৃত এসব মালামাল স্থানীয় স্টেডিয়াম সংলগ্ন ফাঁকা মাঠে নিয়ে প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় কারখানার মালিক বাহারুল বিশ্বাসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, “এই কারখানায় উৎপাদিত পণ্যগুলো শিশুদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন