• ঢাকা
  • মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৫ পিএম
বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বোয়ালমারীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রাম এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে যৌথবাহিনীর একটি অভিযানিকদল ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) তারিখ রাতে  বোয়ালমারী উপজেলার কামারগ্রাম এলাকায় সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক লেনদেনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানে আটককৃত ব্যক্তির নাম ডি জে মাহফুজ (৩২)। এ সময় তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বোয়ালমারী এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।

যৌথবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানের ফলে মাদক কারবারিদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে, যা সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে বহাল থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন