বোয়ালমারীতে রেল ক্রসিং এ দূর্ঘটনা রোধে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা জোরদারে স্মারকলিপি পেশ
বোয়ালমারীতে রেল ক্রসিং এ দূর্ঘটনা রোধে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা জোরদারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বারাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলগেটে/রেলক্রসিং-এ গেটম্যান নিয়োগ, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাম্প্রতিক রেল দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতি পূরণের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রকিবুল হাসান বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদ কর্মীগণ।
এ সময় নেতৃবৃন্দ বোয়ালমারী উপজেলার বিভিন্ন রেলগেটে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের অবহেলার চিত্র তুলে ধরেন। তারা বলেন, গেটম্যান না থাকা, কার্যকর ব্যারিয়ার ও সতর্কতামূলক সিগন্যালের অভাবের কারণে এসব রেলগেট দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১২ জানুয়ারি বোয়ালমারী উপজেলার শোতাসী রেলগেট এলাকায় সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ অন্তত: তিনজন নিহত হয়েছেন এবং ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, দীর্ঘদিন ধরে ওই রেলগেটসহ উপজেলার একাধিক রেলগেটে গেটম্যান না থাকা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবই এমন দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তুলেছে।
স্মারকলিপিতে শোতাসী রেলগেট দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি নিহত ও আহতদের জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা ও উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এছাড়া বোয়ালমারী উপজেলার সব গুরুত্বপূর্ণ রেলগেটে স্থায়ী গেটম্যান নিয়োগ, বুম গেট স্থাপন এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানানো হয়। রেলগেট এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড, সাইরেন বা বেল এবং লাইট সিগন্যাল স্থাপনের মাধ্যমে যানবাহন চালক ও পথচারীদের আগাম সতর্ক করার বিষয়টিও স্মারকলিপিতে গুরুত্ব পায়।
দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের সমন্বয়ে নিয়মিত তদারকি এবং জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি রেলগেট সংলগ্ন সড়কে প্রয়োজনীয় স্পিড ব্রেকার, রোড মার্কিং ও যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতিটি স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে স্টেশন মাস্টার ও লোকোমোটিভ চালকদের সংশ্লিষ্ট রেলগেটগুলোর নম্বর ও অবস্থান সম্পর্কে নিশ্চিত ভাবে অবগত থাকতে হবে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বোয়ালমারী
- দূর্ঘটনা
- স্মারকলিপি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: