• ঢাকা
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান অপু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫২ এএম
বোয়ালমারীতে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান অপু

বোয়ালমারীতে সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করেছেন (এনসিপি-র বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান ঠাকুর অপু। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের  স্বতন্ত্র এমপি প্রার্থী হাসিবুর রহমান ঠাকুর অপু বোয়ালমারী প্রেসক্লাবের সকল সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করেন। 

রবিবার (১৮ জানুয়ারী ২০২৬) রাতে বোয়ালমারী পৌর শহরের বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় আল হেলাল স্কয়ারে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে অপু বলেন, 'আমি এই জনপদেরই সন্তান, এই জনপদের সাধারণ মানুষের পাশে থেকে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছি। জনপদের সাধারণ মানুষের সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক, আমি আশা করি সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন তাদের কথা বলার জন্য। আমি সারাটা জীবন মানুষের পাশে থেকে কাজ করে যাব।'

তিনি আরো বলেন, 'ভোট কারচুপি করার কোন সুযোগ নেই, ভোটে অনিয়ম করার  চেষ্টা হলে, ভোট কেন্দ্রের উপর দিয়ে একটা চিলও উড়ে যেতে দেব না। ভোটার তার ভোট সঠিকভাবে প্রয়োগ করতে পারবে।' এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল হক,  সহ-সভাপতি মো: মুর্শিদ আহমেদ লিটু সিকদার, সাধারণ সম্পাদক মুহাব্বত জান চৌধুরী, অর্থ সম্পাদক তৈয়বুর রহমান কিশোরসহ মো: ইলিয়াস মোল্লা, মো: জাহাঙ্গীর হোসেন, মো: রাসেল মিয়া, মো: তারেক মো:  আব্দুল্লাহ, মো: আজিজুল হক প্রমুখ ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন