মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
মাগুরার মহম্মদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই সার ও বীজ বিতরন করা হয়।
চলতি অর্থ বছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার ৬শ ৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়েছে। সরিষা, মসুর,গম, পেঁয়াজ মুগ ও খেসারী ফসলের জন্য প্রত্যেক কৃষক ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ১ কেজির সরিষার বীজ দেয়া হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুস সোবাহানের সভাপতিত্বে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার অতিরিক্ত উপ পরিচালক (সষ্য) কৃষিবিদ মো. আলমগীর হোসেন।
এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সহ-সভাপতি মাহামুদুন নবী ও সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- মাগুরা
- সার-বীজ বিতরণ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: