• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৯ পিএম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ইস্কাপ সিরাপ, ফেন্সিডিল, ফেয়ারডিল সিরাপ, গাঁজা, মদ ও বিয়ার।

‎বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৫ জানুয়ারি বিকেলে ঝাউরানী বিওপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লালমনিরহাটের একটি যৌথ দল হাতিবান্ধা উপজেলার খামারভাতী গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়।

‎ তল্লাশির একপর্যায়ে বাড়ির গরুর ঘরে মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯৬৪ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৭২ বোতল ফেন্সিডিল, ৪১ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

‎এদিকে একই দিন রাত সাড়ে আটটার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভেন্নিরতল এলাকায় (অনন্তপুর বিওপি’র আওতাধীন) টহল চলাকালে চোরাকারবারীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবির একটি দল। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল কিং ফিশার মদ ও ৬ বোতল টুবর্গ বিয়ার জব্দ করা হয়।

‎বিজিবি জানায়,উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৭ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট বাড়ির মালিকসহ জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম,পিএসসি বলেন,দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন