মৌলভীবাজারে ৩ ও ৪ আসনের মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাড়ি ঘেরাও
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর বাড়ি ঘেরাও করে অবস্থান নিয়েছেন স্থানীয় সমর্থক ও জনতা।
মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নানের রাজনগর উপজেলার দত্তগ্রাম গ্রামের নিজ বাড়ি এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষানিগাঁও গ্রামের বাড়ি মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে ঘিরে রাখেন বিক্ষুব্ধ লোকজন।
স্থানীয় সূত্র জানায়, এবারের নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান দিন-রাত মাঠে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তবে জোটগত সিদ্ধান্তে তার প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে তার বাড়িতে অবস্থান নেন স্থানীয় সমর্থকরা।
অন্যদিকে মৌলভীবাজার-৪ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা পোস্ট করেন। সেখানে তিনি জানান, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত ও জোটের স্বার্থে সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করা হতে পারে।
ফেসবুক পোস্টে তিনি শ্রীমঙ্গল–কমলগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনের সিদ্ধান্তের আলোকে জনমত গঠনে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন এবং জনগণের ভালোবাসা ও সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিনি সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও নারী কর্মীদের ত্যাগের কথাও স্মরণ করেন এবং অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জোটগত সিদ্ধান্তে তার প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার স্থানীয় সমর্থকরা। পরে তারা তার গ্রামের বাড়ি ঘিরে অবস্থান নেন। বিক্ষুব্ধ লোকজন বলেন, “এবারের নির্বাচন পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আমরা দিন-রাত মাঠে ছিলাম। কেন্দ্রীয় সিদ্ধান্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”
এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইয়ামির আলী বলেন, “এবারের নির্বাচনে মৌলভীবাজার-৩ ও ৪ আসনে জনগণ একটি পরিবর্তন চেয়েছিল। সেই প্রত্যাশা থেকেই আমাদের প্রার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তবে জোটগত কারণে প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত এসেছে। আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবো না।”
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: