রংপুরের হত্যা মামলার আসামি, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার
রংপুরের আলোচিত মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মইনুল ইসলাম প্রকাশ মমিনুল।কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে র্যাব-১৫ এবং র্যাব-১৩ এর যৌথ অভিযানে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া, ব্লক-ই/২ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মমিনুল রোহিঙ্গা পরিচয় ব্যবহার করে ক্যাম্পে আত্মগোপনে ছিলেন। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেলো ২৫ সেপ্টেম্বর রাতে মোবারক আলী কাউনিয়া উপজেলার শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা শেষে বিশ্বনাথ এলাকার মইনুল ইসলাম প্রকাশ মমিনুলের আবাদী জমির পাশের আইল দিয়ে বাড়ির দিকে রওয়ানা করে।
জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা মমিনুল এ সময় মোবারক আলীর পথরোধ করে তার হাতে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। এরপর ঘাতক মমিনুল তার বসতবাড়ির রান্নাঘরের পিছনে গর্ত করে লাশ মাটি চাপা দিয়ে নতুন গাছ লাগিয়ে দেয় যেন কেউ বুঝতে না পারে। ভিকটিম মোবারক আলী বাড়িতে না ফেরায় তার পরিবার অনেক খোঁজাখুঁজির পরে কাউনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করে। একপর্যায়ে ঘাতক মমিনুলের বাড়ির পেছনে নতুন আলগা মাটি থেকে গন্ধ ছড়ালে এলাকার লোকজনের উপস্থিতিতে পুলিশ সেই গর্ত খুড়ে মোবারক আলীর লাশ উদ্ধার করে।
এরপরই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঘাতক সম্পূর্ণভাবে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা রুজু করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত ঘটনায় আসামিদেরকে গ্রেফতার করার লক্ষ্যে র্যাব-১৩, রংপুরের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে দলটি জানতে পারে যে, হত্যাকান্ডের মূলহোতা মইনুল ইসলাম তার নিজ জেলা ছেড়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে অবস্থান করছে।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে ২৭ অক্টোবর দুপুরে র্যাব-১৩ এবং র্যাব-১৫ সদর এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া, ব্লক-ই/২ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতা মইনুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে, গ্রেফতারের খবরে মোবারক আলীর পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মমিনুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, যা হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে সহায়ক হবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- রংপুর
- হত্যা মামলা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: