• ঢাকা
  • মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

রাজধানীর বাডডায় যান চলাচল শুরু, সরে গেলেন আন্দোলনকারী অটো-রিকসা চালকেরা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৩ পিএম
রাজধানীর বাডডায় যান চলাচল শুরু, সরে গেলেন আন্দোলনকারী অটো-রিকসা চালকেরা

রাজধানীর বাডডায় যান চলাচল শুরু হয়েছে, সরে গেছেন আন্দোলনকারী অটো-রিকসা চালকেরা। 

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন ব্যাটারী চালিত অটো-রিকসা শ্রমিকগণ। এ সময় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পরে সাধারণ জনগণ। 

আন্দোলনকারীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক ডিজাইন করা অটোরিকশা চলাচল বাতিল এবং চিকন চাকার ব্যাটারি চালিত রিকসা চলাচলের অনুমতির দাবিতে অবস্থান গ্রহণ করেন। ‎ ‎পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাড্ডা ট্রাফিক জোনের আওতাধীন ফুজি টাওয়ার সংলগ্ন এলাকায় প্রায় দুই হাজার ব্যাটারি চালিত অটো-রিকসা চালক শ্রমিক মিছিল নিয়ে এসে জড়ো হয়।

‎এ সময় চালকেরা সড়ক অবরোধ করলে ওই সড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নেয় বাড্ডা ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা। বাড্ডা থানা পুলিশও তাঁদের সঙ্গে যোগ দেয়। পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথে ডাইভারশন চালু করে । এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে।

দুপুর ১টার দিকে সড়ক ছেড়ে আন্দোলনকারীরা সরে গেলে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে যায়।  

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন