• ঢাকা
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

রাণীনগরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরনের উদ্বোধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:২৪ পিএম
রাণীনগরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরনের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-রাসায়নিক সার বিনামূল্যে বিতরনের উদ্বোধন করা হয়েছে। প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম,সরিষা,চিনাবাদাম,সূর্যমুখী,মুসর ও মুগ ডাল ও শীতকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে এসব বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়। রোববার উপজেলা চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি,সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানসহ উপজেলা কৃষি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎কৃষি অফিস জানায়,চলতি রবি মৌসুমে উপজেলা জুরে রাসায়নিক সার এবং ৫০০জন কৃষককে গম বীজ,চার হাজার ২০০জনকে সরিষা বীজ,সূর্যমূখী বীজ ২০জনকে,চিনাবাদম ১০জনকে,পেঁয়াজ বীজ ৩০জনকে,মুগডাল বীজ ৩০জনকে এবং মসুর ডাল বীজ ২০জন কৃষকদের পর্যায় ক্রমে দেয়া হবে। উদ্বোধনের দিনেই প্রায় ২০০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বীজ-সার দেয়া হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন