• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

রাণীনগরে পরিযায়ী পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২০ পিএম
রাণীনগরে পরিযায়ী পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

 নওগাঁর রাণীনগরে বিক্রির সময় পরিযায়ী পাখি উদ্ধার করে পাখি পল্লী ও পর্যটন এলাকায় অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে এই পাখিগুলো উদ্ধারসহ অবমুক্ত করেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব,উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান ও শিক্ষক মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। 

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান,উপজেলার রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন এলাকা থেকে কিছু অসাধু ব্যাক্তিরা পাখি শিকার করে বাজারে বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিক্রির সময় পরিযায়ী পাখি সাতটি বালিহাঁস উদ্ধার করা হয়। পরে উপজেলা রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন এলাকায় অবমুক্ত করা হয়েছে। কর্মকর্তা জানান,বিভিন্ন শিকারীরা পাখি পল্লী ও পর্যটন এলাকা থেকে রাতে পরিযায়ী পাখি শিকার করে ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকেন। ঠিক এমনই একজন ব্যবসায়ী পাখিগুলো ক্রয় করে বিক্রির সময় অভিযান চালিয়ে পাখি উদ্ধারসহ অবমুক্ত করা হয়েছে। পাশা পাশি ওই ব্যবসায়ী আর কোন পাখি ক্রয়-বিক্রয় করবেনা মর্মে একটি লিখিত অঙ্গিকারনামা দিয়েছেন।

‎নির্বাহী কর্মকর্তা আরো জানান,পাখি পল্লী ও পর্যটন এলাকায় দর্শনার্থীদের মুগ্ধ করতে মাছের এবং পাখিদের অবাধ প্রজনন,বিচরণ ও বংশবৃদ্ধি নিশ্চিতের লক্ষে পর্যটন এলাকায় মাছের  এবং পাখির নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। অভয়াশ্রম এলাকা থেকে কোন শিকারী যেন মাছ বা পাখি শিকার করতে না পারে সে জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। ফুটেজ দেখে অসাধু শিকারীদের সহজেই চিহ্নিত করা ও পর্যটন এলাকায় কোন অপরাধ সংঘটিত হলে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা এবং দর্শনার্থীদের নিরাপত্তা জোরদারের জন্যই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন