রামপালে শিক্ষককে হুমকি ও হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ
বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমান বন্দরের জমি অধিগ্রহণের টাকা গ্রহন সংক্রান্ত বিবাদের জেরে গৌরঙ্গ কুমার পাল (৫০) নামের এক শিক্ষককে হয়রানি, হুমকি ও তার বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরে শিক্ষককে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে শনিবার দুপুরে উপজেলার ফয়লাহাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। ভুক্তভোগী গৌরঙ্গ কুমার পাল রামপালের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক এবং সে উপজেলার গোবিন্দপুর এলাকার সুধীর কুমার পালের ছেলে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা জানান, বিগত কয়েক বছর আগে খানজাহান আলী বিমান বন্দরে জমি অধিগ্রহন হয়েছে। সেখানে জমি থাকায় নিয়মানুযায়ী ওই জমি অধিগ্রহনের টাকা গ্রহন করেছে শিক্ষক গৌরঙ্গ কুমার পাল। একই বংশের চিত্তরঞ্জন পাল, তার ছেলে বিকাশ চন্দ্র পাল ও পুত্রবধু ইতি পাল ওই জমির মালিকানা দাবী করে টাকার ভাগ পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করে। তাদের দাবি অযৌক্তিক ও দলিলাদিতে তাদের কোন মালিকানা না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা আরো বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে গৌরাঙ্গ স্যারকে হয়রানি করা হচ্ছে। মামলা গুলো আদালতে চলমান থাকার পরেও, ইতি পাল লোকজন নিয়ে স্যারকে নানান ভাবে হয়রানি করছে। বহিরাগতদের নিয়ে স্যারের বাড়িতে প্রবেশ করে হামলা করেছে, বিদ্যালয়ে এসেও হুমকি দিচ্ছে। বহিরাগতদের নিয়ে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করে স্যারকে বেকায়দায় ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিক্ষোভে অংশগ্রহণ করেন, কমলা রানী পাল, সুনীল কুমার পাল, নিমাই পাল, মোহাম্মদ সাঈদ মোল্লা, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তরুণ কুমার পাল, রাকিব মোড়ল, আবু হুরায়রা, গৌরী রানী পাল, জোসনা রানী পাল সহ ফয়লা হাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: