• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে এনসিপি : সামান্তা শারমিন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৫৪ পিএম
শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে এনসিপি : সামান্তা শারমিন

শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি—এমনটাই জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। এদিকে ভেরিফায়েড ফেসবুকে একই তথ্য জানিয়েছেন দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ।

যদিও মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল।

নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)। তিনি বলেন, গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।

সামান্তা শারমিন তার ফেসবুকে বলেছেন, ‘এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে। এনসিপির নিবন্ধন কাজে যারা দিন-রাত এক করে কষ্ট করেছেন, তাদের অভিনন্দন।

হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সব শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন