• ঢাকা
  • শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সব দলই সমান, কোনো চাপে নেই কমিশন : ইসি আনোয়ারুল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০০ পিএম
সব দলই সমান, কোনো চাপে নেই কমিশন : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন কমিশনের কাছে ছোট দল বা বড় দল বলে কোনো ভেদাভেদ নেই। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থী কমিশনের কাছে সমান সুযোগ-সুবিধা পাবেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম বলেন, সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ ও পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোট-খাটো যেসব সমস্যা সামনে আসছে, কমিশন তা তাৎক্ষণিকভাবে সমাধান করছে। ইসি এখনো বড়ো কোনো সমস্যার সম্মুখীন হয়নি। রাজনৈতিক দলগুলো যেসব বক্তব্য দিচ্ছে, আমরা সেগুলো খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

আপিল শুনানির অভিজ্ঞতা তুলে ধরে এই কমিশনার বলেন, শুনানিতে প্রার্থীদের অংশগ্রহণ ও কথা বলার ধরন দেখে মনে হয়েছে, একটি ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের যুক্তি ও বক্তব্য উপস্থাপন করেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে কমিশন প্রত্যাশা করে।

কমিশন কোনো চাপের মুখে কাজ করছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন একদমই কোনো চাপে নেই। সবার চাওয়া যেমন একটি ভালো নির্বাচন, কমিশনের লক্ষ্যও ঠিক তাই। একটি কমিশনের জীবনে একটিই জাতীয় নির্বাচন করার সুযোগ থাকে। কেউ আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন