সাদুল্লাপুর উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারি কৃষি অফিসারের পুরুস্কার পেলেন মোস্তাফিজার
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাদুল্লাপুর উপজেলায় শ্রেষ্ঠ উপ-সহকারি কৃষি অফিসারের পুরুস্কার ২০২৫-২০২৬ প্রদান করা হয়েছে মোঃ মোস্তাফিজার রহমানকে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপ-সহকারি কৃষি অফিসারে মাষিক সমন্বয়ে অনুষ্ঠানে মোঃ মোস্তাফিজার রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার অপূর্ব ভট্রাচার্য।
উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার হিসেবে মোঃ মোস্তাফিজার রহমান সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাঠ পর্যায়ে কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ায় ও মাঠে কৃষির উন্নয়নে কাজ করে সঠিক মূল্যায়নে বিভিন্ন ধরণের ফসল চাষে কৃষকের সফলতা এসেছে এবং কৃষক সিরাজুল হক, তার ১৪ শতক জমিতে নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজ আবাদ করেছেন। এতে বীজ-সার দিয়েছে উপজেলা কৃষি অফিস। উপ সহকারী কৃষি অফিসার মোস্তাফিজার কর্মকর্তার পরামর্শক্রমে এই আবাদে বাম্পার ফলন হয়েছে। প্রতিটি পেঁয়াজের ওজন প্রায় ১০০ থেকে ২০০ গ্রাম। এখান থেকে প্রায় ১৪ মণ পেঁয়াজ ঘরে তোলার আশা করছেন। যার বর্তমান বাজার দাম প্রায় ৩০ হাজার টাকা। এসব কাজের স্বীকৃতিস্বরুপ তাকে উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারি কৃষি অফিসারের পুরুস্কার প্রদান করা হয়েছে।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার বলেন, আমরা এই উপজেলায় বেশ কিছু কৃষককে প্রণোদনা সহায়তা দিয়েছি। গ্রীষ্মকালীন নাসিক-৫৩ জাতের পেঁয়াজ। চাষে আশানুরূপ ফলন পেয়ে আনন্দে মুখরিত কৃষকরা।এরই স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ উপ-সহকারি কৃষি অফিসারের পুরুস্কার পেলেন মোস্তাফিজার রহমান। আমি বললো সবাই শ্রেষ্ঠ উপ-সহকারি কৃষি অফিসারের পুরুস্কার পাবেন জেলা পর্যায়ে।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ-সার সরবরাহকৃত এই পেঁয়াজের বাম্পার ফলনে চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এ রকম পরামর্শ দেওয়ার জন্য কৃষক লাভবান হবে এটাই আমাদের প্রাপ্তি।
উপজেলা কৃষি অফিসার অপূর্ব ভট্রাচার্য বলেন, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের কন্দর্প মনোহারপুর গ্রামের কৃষক সিরাজুল হকের সরেজমিনে গিয়ে দেখা যায়, অপরূপ সৌন্দর্যের পেঁয়াজ খেতের দৃশ্য ও বাম্পার ফলন হয়েছে। স্বীকৃতিস্বরুপ সাদুল্লাপুর উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে উপসহকারী কৃষি কর্মকর্তারা যেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার পায় এবং মাঠপর্যায়ে সঠিকভাবে কৃষককে পরামর্শ ও কৃষক লাভবান হওয়াসহ প্রণোদনা সঠিকভাবে পায়।
শ্রেষ্ঠ উপ-সহকারি কৃষি অফিসার মোস্তাফিজার রহমান অফিসের সকল সহকর্মী এবং উপজেলার সকল কৃষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: